Introduction(ভূমিকা)

এইচটিএমএল কি? 

HTML হলো Hyper Text Transfer Protocol. অনেকের ধারণা যে HTML একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা, আসলে HTML হলো মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, যেটি ওয়েবসাইটে ব্যাবহৃত হয়। এইযে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি, এগুলো সবই মার্ক আপ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। বেশিরভাগ ওয়েবসাইটে HTML ব্যবহার করা হয়। তবে আরও কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, যেমন: PHP, ASP.NET etc. 
আমরা এখন HTML নিয়ে কথা বলব... 
এইচটিএমল হলো এমন একটা ভাষা যেটা ব্রাউজার পরতে পারে। (ব্রাউজার মানে ওয়েব ব্রাউজার গুলো যেমনঃ গুগল ক্রোম, ফায়ার ফক্স ইত্যাদি।) 
এই html ফাইলের শেষে .html বা .htm extension থাকে। আর ফাইলের নাম হয়ঃ filename.html

এইচটিএমএলের ভিতরের গঠন মানে Structure হলো:
  1.  এইচটিএমএল ফাইল কতো গুলা ইলিমেন্ট এর সমন্বয়ে গঠিত।
  2.  প্রতেকটা ইলিমেন্টের আবার স্টার্ট ট্যাগ ও ইন্ড ট্যাগ থাকে।
  3.  স্টার্ট ট্যাগ <> এই চিহ্ন দুইটার ভিতর লিখতে হয়।
  4.  আর ইন্ড ট্যাগ </> এই চিহ্নের ভিতর লিখতে হোয় (যেমনঃ <স্টার্ট ট্যাগ> </ইন্ড ট্যাগ>, <start Tag> </End Tag>) 
  5.  আর স্টার্ট ট্যাগ ও এন্ড ট্যাগের মাঝে কন্টেন্ট গুলা থাকে। যেমনঃ
  6. <start tag>Your content goes here</end tag>
একটা HTML ফাইলের ফরম্যাট নিচের মত হয়ে থাকেঃ



<!DOCTYPE html>
<html>
    <head>
        <title>This is the title</title>
    </head>
    <body>
        <h1>This is a heading</h1>
        <p>This is a paragraph</p>
    </body>
</html>



এটা একটা সিম্পল এইচটিএমএল কোড। পরবর্তিতে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত শিখব... 
Introduction(ভূমিকা) Introduction(ভূমিকা) Reviewed by Dibya Jyoti Roy on 1:10 AM Rating: 5

No comments:

USD Blog - 2018 . Powered by Blogger.